• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪, ১৪:৪৯ অপরাহ্ণ
শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে শিশু কন্যাকে ধর্ষণের দায়ে ষাটোর্ধ্ব বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামি আবু তালেব সরদার (৬৫) এর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সৈজউদ্দিন সরদারের ছেলে।

মামলার বরাতে আদালতের বেঞ্জ সহকারী কাজী হুমায়ন কবির জানান, বৃদ্ধ আবু তালেব সরদার ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যেকোন সময় প্রতিবেশির শিশু কন্যাকে প্রলোভন ও ভয় দেখিয়ে ধর্ষণ করে। এতে অসুস্থ হয়ে পড়া ১২ বছর বয়সী শিশু কন্যাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশু কন্যা পাঁচ মাসের অন্ত.স্বত্তা।

এ ঘটনায় বৃদ্ধকে আসামি করে শিশু কন্যার বাবা গৌরনদী মডেল থানায় মামলা করে তার পরিবার। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেন বিচারক।

বেঞ্চ সহকারী আরো জানান, আদালত কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোন আদেশ দেয়নি। এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে।