• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মঞ্চ ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪, ২২:১২ অপরাহ্ণ
খালেদা জিয়ার মঞ্চ ভাঙচুরের ঘটনায় থানায় মামলা
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মঞ্চ ভাঙচুরের ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে। বাসন থানা বিএনপির সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক এজিএস মো. তানভির সিরাজ এ মামলাটি দায়ের করেন।

জনসভায় আগত ব্যক্তিদের অবৈধভাবে বাধা, অবরোধ, আক্রমণ করে বলপ্রয়োগ করত ভীতি প্রদর্শন করে। বেগম খালেদা জিয়ার নামে মিথ্যাচার করে কটূক্তিমূলক স্লোগান দেয় ও সমাবেশ পণ্ড করে। জয়দেবপুর থানায় এ সংক্রান্ত এজাহার দায়ের করতে গেলে তৎকালীন অফিসার ইনচার্জ তা গ্রহণ করেননি।