• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিসর্জনের দিনেও বরিশালে অব্যাহত নিসচার কার্যক্রম

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ২৩:৩৮ অপরাহ্ণ
বিসর্জনের দিনেও বরিশালে অব্যাহত নিসচার কার্যক্রম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: দূর্গা পূজার শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীতেও অব্যাহত ছিলো নিরাপদ সড়ক চাই ( নিসচা) বরিশাল জেলা শাখার কার্যক্রম।

দর্শনার্থী ও জনসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে নগরীর জগন্নাথ ও শংকর মাঠ মন্দির এলাকায় দ্বায়িত্ব পালন করেছে নিসচার বরিশাল জেলা কমিটির সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিআই প্রশাসন বিদ্যুৎ চন্দ্র দে। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির প্রশিক্ষণ প্রাপ্ত কিছু সদস্য জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে আমাদের সাথে যানজট নিরসনে কাজ করেছে।

আমাদের ক্রাইসিস মূহুর্তে তাদের সহায়তা পেয়েছি এবং জনসাধারণকে যানজট মুক্ত একটি সফল পূজা উপহার দিতে পেরেছি এজন্য সেচ্ছাসেবী এই সংগঠন নিসচার সকল সদস্যকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এ বিষয় বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন মানুষের জন্য দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত কাজ করে যাচ্ছে।

দেশের যেকোন ক্রান্তিলগ্নে এই সংগঠনের সদস্যরা মানুষের কল্যানে নিজেদের আত্মনিয়োগ করেন। এরই ধারাবাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজায় যানজট নিরসনে টানা ৫ দিন আমরা রাস্তায় কাজ করেছি। জনস্বার্থে আমাদের এই কাজের ধরা আগামীতেও অব্যাহত থাকবে।

ট্রাফিক বিভাগের সাথে যানজট নিরসনের এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, সার্জেন্ট মো: রাকিব হাসান রাব্বী, টিএসআই মো: আসলাম মিয়া, এটিএসআই শচীন, নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, কার্য নির্বাহী সদস্য অধ্যাপক মো: মামুন চৌধুরীসহ অন্যান্যরা।