• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৪র্থ দিনেও বরিশালে কাজ করছে নিসচার সড়ক যোদ্ধারা ,এডিসি রুনা লায়লা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ১৭:৫১ অপরাহ্ণ
৪র্থ দিনেও বরিশালে কাজ করছে নিসচার সড়ক যোদ্ধারা ,এডিসি রুনা লায়লা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ৪৫ টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দূর্গা পূজা। মন্দিরগামী ভক্ত ও দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপদ সড়ক চাই ( নিসচা) বরিশাল জেলা কমিটির সদস্যরা।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজায় মন্দির এলাকার সড়ক যানজটমুক্ত রাখতে ১২ অক্টোবর রোজ শনিবার টানা ৪র্থ দিনেও কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সড়ক যোদ্ধারা।

পূজা উপলক্ষে ভোগান্তি দূর করে উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা কমিটির অন্যতম সদস্য জুবায়ের ইসলাম চৌধুরী।

এদিকে নিসচার এই জনবান্ধব কার্যক্রমে স্বাগত জানিয়েছে জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির সদস্যরা। তারা বলেন পূজা উপলক্ষে নিসচা যে ভূমিকা পালন করেছে এজন্য আমাদেরবএক মন্দির থেকে অন্য মন্দিরে আসা যাওয়া অনেক সহজ হয়েছে।

এ বিষয় জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক জনাব ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব জনাব এসএম আজাদ হোসেনের নির্দেশে আমরা সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন কেন্দ্র নির্ধারিত সূচি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে টানা ৪র্থ দিনেও আমরা বিকেল থেকে শংকর মাঠ মন্দির নতুন বাজার এবং ফলপট্টি সড়কে কাজ করেছি। জনসাধারণের ভোগান্তি দূর করতে আমাদের এই কার্যক্রম আগামীকাল অর্থাৎ বিজয় দশমী পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিষয় বিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লা বলেন, পূজা উপলক্ষে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির কিছু সদস্য জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে আজ শংকর মাঠ মন্দির ও নতুন বাজার এলাকায় সড়কে আমাদের সাথে যানজট নিরসনে কাজ করেছে। ট্রাফিক বিভাগের কাজ করার জন্য আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি।

নতুন বাজার এলাকায় সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপানা মূলক এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন টিআই মো: আল- মামুন, সার্জন্ট মো:রাকিব হাসান রাব্বী,কনস্টেবল মো: রেজাউল ইসলাম, নিসচা বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক মো: রুহুল, মো: হাবিবুর রহমান মামুন, মো: শহীদুল ইসলাম শহীদ, মো: শাহীন খান, মোসা: নাফিজা আক্তারসহ অন্যান্যরা।