ভোলা প্রতিনিধি ::: ভোলার দৌলতখানে সন্ত্রাসী মালতিয়া গ্রুপের প্রধান মাসুম বিল্লাহ ওরফে সন্ত্রাসী রাসেল মালতিয়াকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) দৌলতখান থানা পুলিশ বিদেশি সেভেন পয়েন্ট পয়ষট্টি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
রাসেল মালতিয়া ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাদিস মালতিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে ও সন্ত্রাসী রাসেল জানায়, সে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের ক্যাডার ও তার আত্মীয়।
দৌলতখান থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার দক্ষিণ জয়নগরের ১ নং ওয়ার্ড কালু হাওলাদারের দোকানের দক্ষিণ পাশের রাস্তা থেকে কোমরে রাখা অস্ত্র সহ তাকে আটক করে। জানা যায়, সন্ত্রাসী রাসেল মালতিয়া একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা চেষ্টা মামলাও রয়েছে বলে জানা গেছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, সাব ইন্সপেক্টর জসিমউদদীন হাওলাদার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭৫