• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ২৩:১৪ অপরাহ্ণ
বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের তৎপরতার মাধ্যমে সোমবার (১ জুলাই) গ্রেফতার করা হয় দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. জসিম আকন (৪০) কে।বরিশাল বিভাগের চাকরির খবর

গ্রেফতারকৃত জসিম আকনের বাড়ি বরিশালের এয়ারপোর্ট থানার অন্তর্গত বাঘিয়া গ্রামের আশরাফ আলী আকনের পুত্র।

জানা গেছে, তিনি একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. জাকির শিকদারের নির্দেশনায় এসআই মো. আল-আমিন নাইমের নেতৃত্বে এক বিশেষ টিম অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। অভিযানে সংশ্লিষ্ট ফোর্স সদস্যরাও অংশ নেন।

আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা সূত্র জানায়, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।