• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই স্মরণে শহীদ মিনারে ববি ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ২১:৪৯ অপরাহ্ণ
জুলাই স্মরণে শহীদ মিনারে ববি ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::: জুলাই-আগষ্টে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

মঙ্গলবার (১লা জুলাই) ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্রদলের এ কর্মসূচি পালন করা হয়।

জুলাইয়ের প্রথম প্রহরে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মোমবাতি হাতে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এর মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলো সংগঠনটি। পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করবে সংগঠনটি।