নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলার সংযোগস্থল মীরগঞ্জ নদীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফেরিঘাট। বর্তমানে ইজারা কার্যক্রম কোটেশন আহবানের মাধ্যমে চলমান রয়েছে। সেখানে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ পর্যন্ত ৭ বারেরও বেশি ডাক উঠেছে। তাই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পুনঃ দরপত্র আহবান করা হয়েছে। তবে ইজারা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ‘মেসার্স মেহেক মাকীন ট্রেডার্স’র স্বত্তাধিকারী এস এম মাকিন আবেদিন।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলার সংযোগস্থল মীরগঞ্জ নদীর ফেরিঘাটের ৩ বছর ইজারার জন্য দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সেখানে বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সর্বশেষ মেসার্স মেহেক মাকীন ট্রেডার্স ও মোল্লা এন্টারপ্রাইজ’র মধ্যে প্রতিযোগীতা চলছে। সোমবার (৩০ জুন) সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকা ডাক উঠান মোল্লা এন্টারপ্রাইজ। পাশাপাশি মেসার্স মেহেক মাকীন ট্রেডার্স ৩ কোটি ৩৭ লাখ টাকা ডাক উঠায়। এ নিয়ে পর্যন্ত ৭ বারেরও বেশি ডাক উঠেছে। দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের রেষারেষিতে যে সর্বোচ্চ দরদাতা হবেন সেই ফেরিঘাটের ইজারা পাবেন।
মেসার্স মেহেক মাকীন ট্রেডার্স’র স্বত্তাধিকারী এস এম মাকিন আবেদিন বলেন- এ পর্যন্ত ৭ বারেরও বেশি ডাক উঠেছে। এবার আমি দ্বিতীয় দরদাতা হয়েছি। এরআগের বার আমি ছিলাম সর্বোচ্চ দরদাতা। আমি চাই পুনঃ দরপত্র আহবান করা হোক, যাতে সরকারি খাতে রাজস্ব বৃদ্ধি পায়। তাই আমি পুনঃ দরপত্র আহবানের জন্য আবেদন করেছি।
তিনি আরও বলেন- প্রতিপক্ষকে ফেরিঘাটের ইজারা পাইয়ে দিতে একটি মহল কাজ করছে। আমরা চাই সঠিক নিয়ম অনুযায়ী ঘাটের ইজারা দেয়া হোক।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে যতদিন রেষারেষি চলবে ততদিন পুনঃ দরপত্র আহবান করা হবে। সর্বশেষ যে সর্বোচ্চ দরদাতা হবেন সেই ফে
সংবাদটি পঠিত হয়েছেঃ ৪৬