নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: এক জমির দুইজন মালিক দাবীদার।এক পক্ষ্য সেই জমিতে ভবন নির্মাণ শুরু করলে অপর পক্ষ্য কোর্টে মামলা করলেও ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার ৯৭৪ নং দাগের ১১৭১১ খতিয়ানের ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে সিকদার পাড়া এলাকার মৃত্যু মোহাম্মাদ রফিকুল ইসলামের ছেলে হুমায়ুন কবীর বাবু ও একই এলাকার মৃত্যু কেরামত আলীর ছেলে রাসেল সিকাদার লিটুর সাথে।
দীর্ঘদিন ধরে বিরোধ চললেও কিছুদিন পূর্বে হুমায়ুন কবীর বাবু ওই জমিতে ভবন নির্মাণ শুরু করেন।বিষয়টা রাসেল সিকাদার লিটুর জানতে পেরে ভবন নির্মাণে বাধা দেন।কিন্তু হুমায়ুন কবীর বাবু ভবন নির্মাণ চালিয়ে যান। রাসেল সিকাদার লিটু এলাকার গন্যমান্য ব্যাক্তিদের কাছে জানালেও কেহ এর সুষ্ঠ সমাধান দিতে পারেনি।
উপায় না পেয়ে রাসেল সিকাদার লিটু বরিশাল আদালতে বন্টন মামলা করেন।যার নং-২৬/২৫। কোর্ট ১৬ই জুন ২০২৫ ইঞ্জেকশন জারী করেন। কিন্তু হুমায়ুন কবীর বাবু এলাকার প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় ভবন নির্মাণ কাজ বন্ধ করেন নি। এ বিষয়ে হুমায়ুন কবীর বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান,আমি নিজের পৈত্রিক সম্পত্তিতেই ভবন নির্মাণ করছি। এখানে লিটুর জমি নেই। তবে রাসেল সিকদার লিটু জানান,এটা আমার মায়ের সম্পত্তি।যার সকল দলিল আমার কাছে রয়েছে।দলিলের বাহিরে আমি অন্য কারো জমি চাইনা।
লিটু আরো বলেন,হুমায়ুন কবীর বাবু আদালত অমান্য করেই ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বলিস কোতোয়ালি মডেল থানায়ও বসা হয়েছে মিমাংসার জন্য।তবে সুষ্ঠ সমাধান কেহই দিতে পারেনি। এ বিষয়ে থানার কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বলেন আদালত যেটা রাত দিবে আমরা সে অনুযায়ী ব্যাবস্থা নিতে পারবো।