• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সরিষার ফলনে রঙ্গিন স্বপ্ন দেখছেন কৃষকরা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১৭:৩৮ অপরাহ্ণ
বরিশালে সরিষার ফলনে রঙ্গিন স্বপ্ন দেখছেন কৃষকরা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যেদিকে চোখ যায় বিস্তীর্ণ হলুদের সমারোহ। এযেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলের হলুদ আভা। তবে কম খরচে বেশি লাভ হওয়ায় বরিশাল জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষার আবাদ।

একই সঙ্গে ভোজ্যতেলের দাম বাড়ায় তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন তারা।

দেখা গেছে শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হলদে ফুলের মনমাতানো মৌ-মৌ গন্ধ আর অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে।

বিশেষ করে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দূর্গাপুর গ্রাম, সায়েস্তাবাদ ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলায় মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে। এখন সরিষার ফুল ধরার সময়। অপরুপ এ দৃশ্য দেখে মনে কৃষকরা যেন তাদের ক্ষেতে রাশি রাশি সোনা ছড়িয়ে রেখেছে।

তবে গতবারের থেকে এবছর কয়েকগুন বেশি ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। বরিশাল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম জানিয়েছেন গতবছরের চেয়ে এবছর সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। আর সরিষার আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ।

কৃষকের ফসলের ক্ষেতে হিমেল হাওয়ায় মাঝে মধ্যেই দোল খাচ্ছে সরিষার ফুল। ফুলে ফুলে ভরে গেছে জেলার প্রতিটি সরিষার ক্ষেত। মাঠের পর মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য ও মনোমুদ্ধকর সৌন্দর্য উপভোগ করে সরিষা ফুলের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন প্রকৃতি প্রেমীরা।

বর্তমানে অধিকাংশ ক্ষেতেই সরিষার বীজ আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সরিষা চাষে ভাল ফলনের আশা করছেন কৃষকরা। ফলে কম খরচে অধিক লাভের আশায় কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি ফুটে উঠেছে। বিশেষ করে খন্ড খন্ড জমিতে সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য মাঠে-প্রান্তরে শোভা পাচ্ছে।

গত বছর সরিষার মুল্য বেশি পাওয়ার কারণেই এবারও সরিষা চাষের দিকে মন দিয়েছি কৃষকরা। এবছরও তাদের ফলন ভালো হবে বলে আশা করেন তারা।

সরিষার বাগান দেখতে আসা দর্শনার্থীরা বলেন, সরিষার ফলন দেখে খুবই খুশি ও আনন্দ লাগছে বলে জানান দর্শনার্থীরা।

বরিশাল সদর উপ-সহকারী কৃষি অফিসার শামিমা আক্তার জানান, বরিশালে আগের তুলনায় এবার সরিষার ফলন ভালো হয়েছে, আশা করা যায় আরো ভালো হবে। আমাদের লক্ষমাত্রা অর্জন করতে সাক্ষম হয়েছি।

বরিশাল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, গত বছর বরিশাল জেলায় ৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিলো। এ বছর জেলায় ৬ হাজার ৬শ’ ২৯ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এরমধ্যে বাবুগঞ্জ, মুলাদী, বানারীপাড়ায় সবচেয়ে বেশি সরিষার চাষ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরিষা চাষে কৃষকরা লাভবান হওয়ায় এবছর সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। ভবিৎষতে আরো বৃদ্ধি পাবে বলে ধারনা করছেন তিনি।