• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিজিবির পতাকা বৈঠকে সারা দেয়নি বিএসএফ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ২০:০০ অপরাহ্ণ
পাটগ্রাম সীমান্তে বিজিবির পতাকা বৈঠকে সারা দেয়নি বিএসএফ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখায় কাঁটাতারের দেড় কিলোমিটার জায়গায় বেড়া দিলো বিএসএফ। এরপর বিজিবি বাধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ রাখে। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ৫১ বিজিবির পক্ষ থেকে পর পর তিনবার পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহবান করলে তারা সারা দেয়নি। এর আগে শনিবার সকালে দহগ্রাম সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন।

জানা গেছে, গত শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। পরে বিজিবির বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে সীমান্তের শূন্যরেখার ভারত-বাংলাদেশ সীমান্তের পিলার ৮২৯ নম্বরের ২ নম্বর উপ-পিলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্তের শূন্যরেখার ৫০ গজ অভ্যন্তরে রাতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের ফুলকাডাবরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সে দেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করেন।

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম রব্বানী বলেন, অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেছে বিএসএফ। শূন্যরেখা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলবো।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে তিনবার পতাকা বৈঠকের আহবান করা হলেও তারা সাড়া দেয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়ন রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার আহবান করা হয়েছে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।