• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মাকে নির্যাতন, ছেলের বিরুদ্ধে মামলা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুন ২০, ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে মাকে নির্যাতন, ছেলের বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন....

 

ঝালকাঠি প্রতিনিধি ::: মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে ছেলে মো. ইউনুস মোল্লার বিরুদ্ধে মামলা করেছেন শতবর্ষী মা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মা আমিরুন নেছা (১১০) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক রুবেল শেখ অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

অভিযুক্ত ইউনুস মোল্লা ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী গাড়ি চালক বলে জানা গেছে।

  • অভিযোগ সূত্রে জানা গেছে, শতবর্ষী মা আমিরুন নেছা তিন বছর আগে জমি বিক্রি করে ৩ লাখ টাকা তার ছোট ছেলে ইউনুছ মোল্লার কাছে জমা রাখেন।

গত ১২ জুন চিকিৎসার জন্য টাকাগুলো ছেলে কাছে চান মা। এসময় ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন ইউনুছ। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতে মামলা দায়ের করা হয়। আমিরুন নেছার সাত ছেলে ও দুই মেয়ে।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ সোলায়মান বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা করতে হয়। তবে আদালত শতবর্ষী আমিরুন নেছার অভিযোগ আমলে নিয়ে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমরা আশা করছি ন্যায় বিচার পাবো।

এদিকে অভিযুক্ত ছেলে ইউনুছ তার বিরুদ্ধে মাকে মারধরের ও গচ্ছিত ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা নিয়ে আমার সঙ্গে ভাইদের বিরোধ রয়েছে। যে কারণে মাকে আমার ভাইয়েরা কৌশলে আয়ত্তে নিয়ে তার দ্বারা মিথ্যা মামলা দায়ের করিয়েছেন।