নিজস্ব প্রতিবেদক ::: শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশালের আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ জুন) এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আলিমাবাদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বদ্ধ জলাশয়, টবে জমা পানি, নর্দমা নিয়মিত পরিস্কার করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডেঙ্গু মুক্ত হতে প্রত্যেকে নিজ উদ্যোগে স্ব স্ব বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত করতে ভূমিকা রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাবের সময় অসদুপায়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে অনেকেই প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার হাত থেকে আমাদের রক্ষা করতে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সভায় ক্যাম্পাস পারিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৫