• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ৭ দিনের রিমান্ডে

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪, ১৬:৪২ অপরাহ্ণ
সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ৭ দিনের রিমান্ডে
সংবাদটি শেয়ার করুন....

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস আজ আসামিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন আবুল কালাম আজাদ।

জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। এ সময় যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।