• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১৪:৪৭ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি,ফয়সাল হাওলাদার:: দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা, এক দাবী নিয়ে মেহেন্দিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাহাবুব হোসেন মিরন, সাইফুল্লাহ মিজান, মোঃ আলী হোসেন, মোঃ জসিম উদ্দিন, আহাদুল ইসলাম খান, জসিম উদ্দিন, মোঃ মাহমুদ হোসেন, মনির হোসেন, সম্রাট হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয়। কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছে। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারি শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান ১০ম গ্রেডে। এ সময় তারা আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। কঠোর পরিশ্রম করেও শিক্ষকেরা তৃতীয় শ্রেণির কর্মচারীর পদমর্যাদায় রয়েছেন। তাই ১৩তম গ্রেড উন্নীত করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বতী সরকারের কাছে দাবি জানান শিক্ষকেরা। মানববন্ধন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের যৌক্তিকতাসমূহ তুলে ধরে শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।