নিজস্ব প্রতিবেদক, সিলেট:: সিলেট মহানগরী থেকে বিদেশি মদের চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবা রাত পৌনে ৮টায় নগরীর তেমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক আমির হোসেন শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানার মনুয়া গ্রামের মো. সেকান্দরের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৮