• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে বুদ্ধি প্রতিবন্ধী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মারধর!

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৪, ২০:৪০ অপরাহ্ণ
নগরীতে বুদ্ধি প্রতিবন্ধী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মারধর!
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ১নং ওয়ার্ড এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,পশ্চিম কাউনিয়া কালা খান বাড়ির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে পিকনিকের আয়োজন করেছে।

এসময় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কমলমতি বাচ্চারা নাচ গান করছিলো।

কিন্তু একই এলাকার বাসিন্দা মোঃ শহিদ তার স্ত্রী কলি বেগম ও তার মেয়ে উন্নী আক্তার ক্লাসে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী রুবাইয়াকে বেধড়ক মারধর করেন।

আজ শুক্রবার (২১সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম কাউনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার বলেন, স্কুলের ভিতরে কোমলমতি শিক্ষার্থীরা নাচ গান করছিল, এ সময় একই এলাকার শহিদ তার স্ত্রী কলি বেগম ও তার মেয়ে উন্নী আক্তার ক্লাসে ঢুকে রুবাইয়াকে মারধর করে,আমি ও স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে আমাদেরকেও মারধরের চেষ্টা চালায়। আমরা এই ক্ষমতাশীল প্রভাবশালী শহিদের পরিবারের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন করার অপরাধে পুলিশ প্রশাসনের সহযোগিতা একান্তই কামনা করছি।

এ ঘটনায় স্থানীয়রা কাউনিয়া লাকুটিয়া মেইন সড়কে প্রায়ই এক ঘন্টা রাস্তায় অবরোধ করেন। কাউনিয়া থানার পুলিশ এসে অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার কথা বলা রাস্তা ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত পরিবার জানান, স্কুলের মধ্যে গান বাজিয়ে নাচানাচি করছিলো, এতে আমাদের সমস্যা হয়, বিষয়টি শিক্ষীকার কাছে বলার সময় বাচ্চাটি আমার দিকে আর চোখে তাকিয়ে ছিলো। বিষয়টি দেখে আমার খারাপ লাগায় বাচ্চাটাকে দুটি চড় থাপ্পড় দিছি এবং আমার স্বামীও থাপ্পড় দিছে, কিন্তু এনিয়ে স্থানীয়রা এতো কিছু করবে আমার বুঝতে পারি নাই।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসির দায়িত্বে থাকা এসআই আয়েশা দিলরুবা বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।