• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী জামদানী মেলায় গ্রামবাসীর সাথে আনন্দিত শিক্ষার্থীরা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
গৌরনদী জামদানী মেলায় গ্রামবাসীর সাথে আনন্দিত শিক্ষার্থীরা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বছরের পর বছর ধরে বিনোদন থেকে বঞ্চিত গৌরনদী উপজেলায় জামদানী মেলা উৎসবের মেলায় পরিণত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা নতুন বছরে শিক্ষাজীবন শুরুর পূর্বে মুহূর্তে এ ধরনের মেলা পেয়ে দারুন খুশী।

এদের সাথে আনন্দিত তাদের অভিভাবকরা। তবে সকলের একটাই দাবি আনন্দ উৎসব যেন কোন অনৈতিক কর্মকান্ডে ম্লান হয়ে না যায়। গৌরনদী থানা সংলগ্ন পৌরসভার বালুর মাঠে এক মাসব্যাপী ‘দেশীয় পণ্য জামদানী মেলা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ জামদানী ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্ট এসোসিয়েশনের উদ্যোগে ১৮ ডিসেম্বর থেকে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার আয়োজনের শুরু থেকেই গৌরনদী উপজেলাবাসীর মধ্যে বইতে শুরু করে আনন্দ। কারন বিগত ১৫ বছরের অধিক সময় ধরে উপজেলায় তেমন কোন উৎসব ছিল না। এ কারনে জেলা শহরের বিভিন্ন অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকতে হতো বিনোদনপ্রেমীদের। আর সকলের পক্ষে জেলা শহরে এসে বিনোদন উপভোগ করা সম্ভব ছিল না।

দীর্ঘদিন পর হলেও জামদানী – মেলা সেই বিনোদনের স্থানটা দখল করে নিয়েছে। মেলায় আসা – কমল ঘোষ ও মো. আতিক বলেন, তারা বাটাজোর ও সরিকল এলাকা থেকে এসেছেন ছেলে মেয়েদের নিয়ে জামদানী মেলা উপভোগ করতে। এ মুহূর্তে ছেলেমেয়েদের লেখাপড়ার চাপ নেই। তাছাড়া সারা বছর লেখাপড়ার পর প্রতি পরিবারে প্রয়োজন হয় বিনোদনের। কেউ বিনোদন উপভোগ করেন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে। আবার কেউ স্থানীয় পর্যায় বিনোদন থেকেই সকল ধরনের আনন্দ উপভোগ করতে চান। সে ক্ষেত্রে জামদানী মেলা আমাদের সেই বিনোদনের জায়গাটা এনে দিয়েছে। তবে সেখানে যেন কোন ধরনের অনৈতিক কর্মকান্ড পরিচালিত না হয় সেদিকটা সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার অনুরোধ জানান।

মেলায় রয়েছে জামদানী শাড়ির স্টল থেকে শুরু করে ফুসকা-চটপটির স্টল, একটি নৌকার দোলা (রাইড), ১টি ড্রাগন ট্রেন রাইড, বড় একটি শাড়ি থ্রি-পিচের স্টল, ২টি রাইড, ভূতের ঘরসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। সেখানে মোট ৬০টি স্টল নির্মিত হয়েছে। বিনোদনের সাথে সাথে চলছে কেনাকাটাও।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. শহীদউল্লাহ বলেন, ১৪টি শর্তে ১৮ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত জামদানী মেলার অনুমতি দেয়া হয়েছে। কোনভাবে শর্ত ভঙ্গের কিছু পাওয়া গেলে সাথে সাথে মেলা বন্ধ করে দেয়া হবে।