• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২ কেজি সোনা চোরাচালানে পুরো বিমান জব্দ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪, ১৬:২৮ অপরাহ্ণ
২ কেজি সোনা চোরাচালানে পুরো বিমান জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার ওজন ২ কেজি ৩০০ গ্রাম। গ্রেপ্তার করা হয়েছে আতিয়া সামিয়া নামে এক নারী যাত্রীকে। গতকাল সকালে একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সহকারী পরিচালক বিল্লাহ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনা চোরাচালানের অভিযোগে বিমানটিও অভিযুক্ত। তাই সোনার বারের সঙ্গে বিমানটি কাস্টমস আইন-২০২৩ মোতাবেক জব্দ করা হয়েছে।

বিমান জব্দের বিষয়টির ব্যাখ্যা দিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক মিনহাজ উদ্দিন বলেন, ‘মূলত বিমানটি অফিশিয়ালি জব্দ করা হয়েছে। তবে বিমানের ফ্লাইট পরিচালনায় কোনো বাধা থাকবে না। বিমানে কর্তব্যরত ক্রুদের সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জবাবদিহিতা নিশ্চিত করতেই অফিশিয়ালি বিমান জব্দ করা হয়েছে।’

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের সিটের নিচে সোনার বার লুকানো আছে- এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিমানের ৯-জে সিটের নিচে প্লাস্টিকের টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় সোনা লুকানো ছিল। উদ্ধার করা সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে এক প্রবাসী যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।