• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পুলিশের মাদক বিরোধী অভিযানে অন্ধকার ঘর থেকে কিশোর উদ্ধার?

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ২৩:৪৫ অপরাহ্ণ
বরিশালে পুলিশের মাদক বিরোধী অভিযানে অন্ধকার ঘর থেকে কিশোর উদ্ধার?
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নগরীর ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে হাত পা বাঁধা অবস্থায় অন্ধকার ঘর থেকে দু’দিন পড়ে এক কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আজ মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) রাতে ৯ নং ওয়ার্ড রসুলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদের নিজের বাসা থেকে হাত পা বাঁধা অবস্থায় দেশীয় অস্ত্র ২টি দা ও ২টি লোহার পাইপসহ তাসিন (১৫) নামে এক কিশোরকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত কিশোর নগরের ৬ নং ওয়ার্ড কলাপট্টি এলাকার বাসিন্দা হাসানের ছেলে তাসিন (১৫)।

বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ছগির হোসেন বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্যারের নির্দেশ মোতাবেক প্রতিদিনের মত আজ রসুলপুর এলাকায় তার নেতৃত্বে এস আই মেহেদী হাসান, রুহুল আমীনসহ ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

রসুলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক, ছিনতাইকারী, চুরিসহ বিভিন্ন মামলার আসামী মাসুদের বাসায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সময় তালাবদ্ধ অন্ধকার ঘরে প্রবেশ করে হাত পা বাঁধা অবস্থায় এক কিশোরকে দেখতে পায়। তাকে জিজ্ঞেস করলে সে বলে আমায় ঘোড়া চুরির অপবাদে গত ২ দিন ধরে হাত পা বেধে বেধরক মারধর ও অমানবিক নির্যাতন করছে মাসুদ।

কিশোরকে উদ্ধার করে ডিবি হেফাজতে নিয়ে যায়। ঘটনা স্থাল থেকে এলাকার চিহ্নিত পরিবার মাদক ব্যবসায়ী মাসুদ ও তাদের সহকর্মীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনায় অপরাধীদের কাউকে আটক করতে পারেনি ডিবি পুলিশ।

আারও বলেন, মাদক ব্যবসায়ী মাসুদের নিজের বাসা থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র লোহার পাইপ ও আাহত (কিশোর) তাসিন কে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে ডিবি পুলিশের অভিযান পরিচালনা অব্যহত থাকবে।

এ বিষয় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ডিবি পুলিশের অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও কিশোর (তাসিন) থানা হেফাজতে রয়েছে। এ বিষয় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন চালমান রয়েছে ।