• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যুব নেতৃত্ব উদযাপন করেছে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ১৮:০২ অপরাহ্ণ
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যুব নেতৃত্ব উদযাপন করেছে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :::আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএনজিসিএনবি) ১৫ ডিসেম্বর, ২০২৪, রবিবার ঢাকার সিক্স সিজনস হোটেলে একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করেছে। এবারের বৈশ্বিক থিম, “যুবসমাজকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে একতা”।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএনজিসিএনবি এর নির্বাহী পরিচালক শাহমিন এস. জামান। এছাড়া বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখার জামান, এবং জাতিসংঘ মাদক ও অপরাধ দমন সংস্থার (ইউএনওডিসি) বাংলাদেশ প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস. এম. নাহিয়ান।

“দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যুবসমাজের এজেন্ট হিসেবে ভূমিকা” শীর্ষক প্যানেল আলোচনায় বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের (ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ) শিক্ষার্থীরা অংশ নেন। ব্যারিস্টার তাসনুভা শেলী-র সঞ্চালনায় আয়োজিত এই আলোচনায় শিক্ষার্থীরা দুর্নীতির মোকাবিলায় উদ্ভাবনী পন্থা নিয়ে আলোচনা করেন।