নিজস্ব প্রতিবেদক ////বরিশাল বি এম কলেজ ক্যাম্পাসের ভিতর থেকে দুই মাদক সেবীকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১১ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার সময় বিএম কলেজের ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই শফিকুল ইসলাম। তিনি বলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় গতকাল রাতে বগুড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই শফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক চৌকস টিম বি এম কলেজ ক্যাম্পাসের ভিতর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এসময় ক্যাম্পাসের পুকুর পাড় এলাকা থেকে প্রশান্ত কর্মকার (২৭) ওয়াসিম হালদার (২৮) নামে দুইজনকে মাদক সেবন অবস্থায় গ্রেফতার করে।
পরবর্তীতে মোবাইল কোর্ট তাদের দু’জনকে ১০০ টাকা জরিমানা এবং ১৪ দিন বিনাশ্রম কারা দন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১২৭