• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ১৮:৩১ অপরাহ্ণ
ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: রাজধানীর ফার্মগেটের বণিজ্যিক ভবন মানসী প্লাজার বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার সকাল নয়টার পর আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুর রহিম জানান, আজ সকাল ৯টা ২০ মিনিটে ফার্মগেটের সাত তলা মানসী প্লাজার বেজমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।

তিনি আরও জানান, মানসী প্লাজার একটি বইয়ের দোকানে আগুন লাগে। সেখানে রাখা পরিত্যক্ত কাগজে আগুন লাগে। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।