আলোকিত সংবাদ ডেস্ক : স্বতন্ত্র ইনস্টিটিউটের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে সরকারী ব্রজমোহন কলেজ (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে কলেজের সামনের সড়কে সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন, তারা প্রতিবছর সেশন জটের শিকার হচ্ছে। তাছাড়া তাদের পরীক্ষার খাতা অনেক সময়ই এমন শিক্ষক দ্বারা মূল্যায়ন করা হয় যারা যোগ্যতা সম্পন্ন নয়।
তাই তারা আলাদা বিশ্ববিদ্যালয় নয় বরং আলাদা ইনস্টিটিউট দাবি করেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮০