• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইফতি-সালমানের ব্যাটে লড়ছে বরিশাল

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ২০:৫৯ অপরাহ্ণ
ইফতি-সালমানের ব্যাটে লড়ছে বরিশাল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় লিগে পয়েন্ট টেবিলে সবার নিচে বরিশাল বিভাগ। পঞ্চম রাউন্ডে টেবিলের দুই নম্বরে থাকা রংপুর বিভাগের বিপক্ষে মুখোমুখি হয়েছে তারা। শনিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে বরিশাল।

আগে ব্যাটিং করতে নেমে টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিন জনই দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে আউট হয়েছেন। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়ে বরিশাল। ইফতেখার হোসেন ইফতি ও সালমান হোসেন ইমনের এই জুটির ওপর দাঁড়িয়ে বিপর্যয় কাটিয়ে ওঠে বরিশাল। তানভীর হায়দারের বলে ইফতি আউট হতেই জুটি ভাঙে তাদের। ১৪৫ বলে ৯ চারে ইফতি ৭০ রানের ইনিংস খেলেন। এরপর স্কোরবোর্ডে আরও ১৮ রান যোগ হতেই সালমানও সাজঘরে ফেরেন (৬৭)।

ষষ্ঠ উইকেট জুটিতে তাসামুল হক এবং সোহাগ গাজী মিলে ৬৯ রানের জুটি গড়েন। সোহাগ ৩৫ রানে আউটের কিছুক্ষণ পর তাসামুলও (৫১) হাফ সেঞ্চুরি ছুঁয়ে সাজঘরে ফেরেন। দিনের বাকি কয়েক ওভার মঈন খান (০) ও তানভীর ইসলাম (৬) অপরাজিত থেকে শেষ করেন।

রংপুরের বোলারদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া তানভীর হায়দার, আরিফুল হক, আব্দুল গাফফার সাকলাইন ও মুকিদুল ইসলাম মুগ্ধ প্রত্যেকে একটি করে উইকেট নেন।জাতীয় লিগে পয়েন্ট টেবিলে সবার নিচে বরিশাল বিভাগ। পঞ্চম রাউন্ডে টেবিলের দুই নম্বরে থাকা রংপুর বিভাগের বিপক্ষে মুখোমুখি হয়েছে তারা। শনিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে বরিশাল।

আগে ব্যাটিং করতে নেমে টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিন জনই দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে আউট হয়েছেন। ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়ে বরিশাল। ইফতেখার হোসেন ইফতি ও সালমান হোসেন ইমনের এই জুটির ওপর দাঁড়িয়ে বিপর্যয় কাটিয়ে ওঠে বরিশাল। তানভীর হায়দারের বলে ইফতি আউট হতেই জুটি ভাঙে তাদের। ১৪৫ বলে ৯ চারে ইফতি ৭০ রানের ইনিংস খেলেন। এরপর স্কোরবোর্ডে আরও ১৮ রান যোগ হতেই সালমানও সাজঘরে ফেরেন (৬৭)।

ষষ্ঠ উইকেট জুটিতে তাসামুল হক এবং সোহাগ গাজী মিলে ৬৯ রানের জুটি গড়েন। সোহাগ ৩৫ রানে আউটের কিছুক্ষণ পর তাসামুলও (৫১) হাফ সেঞ্চুরি ছুঁয়ে সাজঘরে ফেরেন। দিনের বাকি কয়েক ওভার মঈন খান (০) ও তানভীর ইসলাম (৬) অপরাজিত থেকে শেষ করেন।

রংপুরের বোলারদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া তানভীর হায়দার, আরিফুল হক, আব্দুল গাফফার সাকলাইন ও মুকিদুল ইসলাম মুগ্ধ প্রত্যেকে একটি করে উইকেট নেন।