• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সাংবাদিককে মারধর মৎস্য ব্যবসায়ী তুহিন আটক।

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ২০:১৫ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিককে মারধর মৎস্য ব্যবসায়ী তুহিন আটক।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধিঃ-বরিশালে অবৈধ মা ইলিশ মাছ পাচারের সংবাদ সংগ্রহে কালে সাংবাদিককে হামলা মারধর করার অপরাধে তুহিন সিকদার নামে একজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।তুহিন উত্তর আমানত গঞ্জ মৃত আলম সিকদারের ছেলে।

শুক্রবার ০৮(নভেম্বর) রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমানত গঞ্জ বেলতলা থেকে কাউনিয়া থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।

এজাহার সূত্রে জানাযায় ১৬ অক্টোবর দুপুরে দিকে লামচরী থেকে মা ইলিশের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় অবৈধ ভাবে মা ইলিশ পাচার হচ্ছে এমন সংবাদের তথ্যে দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালিয়ে মারধর করাসহ টাকা ছিনতাই করে এবং হত্যার হুমকি দেয়।

স্থানীয়রা জানান তুহিন দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত।সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মা ইলিশ ও অবৈধ ইলিশের বাচ্চা পাচারের সাথে জড়িত।সে আ’লীগের টুটুলের নাম ভাঙ্গিয়ে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী সাংবাদিক সুরুজ জানান মা ইলিশ পাচার হচ্ছে এমন তথ্যের সংবাদে তথ্য সংগ্রহে গেলে তুহিন,রাব্বি আমাদের উপর হামলা চালায়।হামলা চালিয়ে মারধর করে আমাদের সাথে থাকা মোটর সাইকেল ভাঙচুর করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

আমরা ১৬ অক্টোবর দুপুরে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিলে কাউনিয়া থানা পুকিশ ঘতনা স্থানে পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। ২০অক্টোবর কাউনিয়া থানায় এজাহার দাখিল করলে কাউনিয়া থানা পুলিশ ঘটনায় মামলা এজাহার হিসাবে গ্রহন করে।মামলা নং জি আর ১২/২৪

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান সাংবাদিকের মারধর করা মামলায় তাকে আটক করা হয়েছে।বিকালে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।