রাহাত রাব্বি,বরিশাল ::: সাম্প্রতি ববিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় পরিসংখ্যান বিভাগের ১২ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মীম নিহতের ঘটনা ঘটে।
গত পাঁচ দিনে আরো চারটি দূর্ঘটনা এবং আরো দুজন নিহতের ঘটনা ঘটে।ভবিষ্যতে যেনো আর কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় কোন মেধাবীর প্রান না ঝরে এই লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাস এলাকা এবং বরিশাল-কুয়াকাটা হাইওয়েতে সচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমের মাধ্যমে তারা (ববি ছাত্রদল নেতাকর্মীরা) উক্ত হাইওয়েতে চলমান সকল যানবাহনের চালক এবং যাত্রীদের কিছুটা হলেও সচেতন করতে পারবেন এমন আশা ব্যক্ত করেন।
সাইনবোর্ড গুলো বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুইপারের দপদপিয়া এবং খয়রাবাত সেতু তে টানানো হয় যাতে ক্যাম্পাস অভীমুখী সকল যানবাহন আগাম সতর্কতা অবলম্বন করেন এবং ভবিষ্যতে যেনো আর এমন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা না ঘটে। এবং ভবিষ্যতে ক্যাম্পাস এরিয়ায় আরও টেকসই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে বলে জানান।
এবং উক্ত কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এসকল সামাজিক কাজের প্রশংসা করেন এবং তারা নিজেরাও এসবে সামাজিক উন্নয়নমূলক কাজে ছাত্রদলের পাশে থাকার অঙ্গীকার করেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১২৯