• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক ফারুক লিটু আর নেই, আলোকিত সংবাদ পরিবার শোকাহত

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ২০:৪০ অপরাহ্ণ
সাংবাদিক ফারুক লিটু আর নেই, আলোকিত সংবাদ পরিবার শোকাহত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক জিএম ফারুক লিটু (৫০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

লিটু দীর্ঘ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পেশাগত দায়িত্ব পালন শেষে দুপুরে বাসায় ফিরে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটো সাংবাদিক জিএম ফারুক লিটুর মৃত্যুতে দৈনিক আলোকিত সংবাদ২৪.কম অনলাইন নিউজপোর্টাল পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।