দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল অফিসের ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়শন বরিশালের সভাপতি জি এম ফারুক লিটুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ‘নিউজ এডিটরস্ কাউন্সিল’ বরিশাল। সংগঠনটির সভাপতি হাসিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খন্দকার রাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই শোক জানানোর পাশাপাশি প্রয়াত সংবাদিকের রূহের মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
এর আগে দুপুরে বরিশালের সিনিয়র সাংবাদিক ফারুক লিটু শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১১৩