• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪, ১৭:১০ অপরাহ্ণ
৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর, বেলা ০৯:৩০ ঘটিকায় জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে জিলা স্কুল মাঠে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জনাব সিদ্দিক জোবায়ের, মাননীয় সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ড. ফরিদ উদ্দিন আহমদ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রফেসর এ বি এম রেজাউল করীম, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক বরিশাল জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা খেলায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।