• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নেই একমাস

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ২১:২৯ অপরাহ্ণ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নেই একমাস
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক:::দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহত সরকারী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত একমাস ধরে কোন পরিচালক নেই। বিষয়টি নিয়ে বরিশালের জেলা ও বিভাগীয় প্রশাসনিক পর্যায় থেকে পর্যন্ত সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক সহ সর্বস্তরের কর্মচারীদের আন্দোলনের মুখে গত ২৯ সেপ্টেম্বর তৎকালীন পরিচালক ডা. সাইফুল ইসলাম পদত্যাগ করে হাসপাতাল ত্যাগ করেন।

তিনি উপ-পরিচালক ডা. মুনিরুজ্জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করার ১১ দিন পরে গত ৯ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত এক আদেশে সাবেক পরিচালক ডা. সাইফুল ইসলামকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। পাশাপাশি তার পরবর্তী কর্মকর্তা উপ-পরিচালক ডা. মুনিরুজ্জামান’কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

ইতোমধ্যে হাসপাতালের সর্ববৃহত মেডিসিন ইউনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে গেছে। প্রশাসনিক শূণ্যতায় পুরো হাসপাতাল যুড়ে নানা ধরনের অচলবস্থা সহ অব্যবস্থাও রোগীদের কষ্ট আরো বৃদ্ধি করছে। এক হাজার শয্যার এ হাসপাতালে প্রতিনিয়ত প্রায় দু হাজার রোগী চিকিৎসাধীন থাকলেও চিকিৎসক সংকট নানা অব্যবস্থায় রোগীরা কাঙ্খিত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না বলে অভিযোগ নিয়মিত।

কিন্তু হাসপাতালের প্রধান নির্বাহীর পদটি প্রায় একমাস ধরে শূণ্য থাকায় এখানে চিকিৎসা সেবার মান ক্রমাগত তলানীতে ঠেকছে। ইতোমধ্যে সেনাবাহিনীর মেডিকেল কোর থেকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত এ সরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে পরিচালক নিয়োগের দাবী উঠছে হাসপাতারেল চিকিৎসা সংশ্লিষ্ট মহল থেকেও। বিষয়টি নিয়ে বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনও ইতোমধ্যে যথেষ্ঠ বিব্রত বোধ করতে শুরু করেছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যমল কৃষ্ঞ মন্ডলের সাথে আলাপ করা হলে তিনি জানান, শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন সম্পূর্ণ আলাদা। সরাসরি স্বাস্থ্য সেবা অধিদপ্তর ও মন্ত্রনলয় থেকে পরিচালিত হয়ে থাকে। হাসপাতালের পরিচালকের পদে শূণ্যতার বিষয়টি নিশ্চই কতৃপক্ষ অবহিত আছেন এবং সে লক্ষ্যে তারা কাজও করছেন। এ ব্যাপারে তার কিছু জানা না থাকলেও খুব শিঘ্রই এ হাসপাতালটিতে পরিচালক নিয়োগের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহনের ব্যপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মুনিরুজ্জামানের সাথে আলাপ করা হলে, পরিচালক নিয়োগের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানিয়ে শিঘ্রই কতৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।