মঠবাড়িয়া প্রতিনিধি::: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের দুই বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে দৈনিক সংবাদ ও বাংলাদেশ টুডে এর মঠবাড়িয়া প্রতিনিধি মজিবর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের সময় ও অপরাদ জগত মঠবাড়িয়া প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ নির্বাচিত হন।
শুক্রবার (২৫ অক্টোবার) রাতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে রফিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে তাজউদ্দিন আহমেদ টুকুর সঞ্চালনায় এক সাধারণত সভা অনুষ্ঠিত হয়। অতঃপর সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন,সহ-ভাপতি রফিকুল ইসলাম টুকু (দৈনিক আলোকিত সংবাদ), সহ-সভাপতি তরিকুল ইসলাম মুনওয়ার (দৈনিক জনতা),যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ টুকু (দৈনিক আলোকিত সংবাদ),সাংগঠনিক সম্পাদক ফেরদৌস (দৈনিক বাংলাদেশ সমাচার),দপ্তর সম্পাদক মো.বেল্লাল জোমাদ্দার (দৈনিক সংবাদ সকাল),অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান (দৈনিক দেশ বুলেটিন),প্রচার ওপ্রকাশনা সম্পাদক মেহিদী হাছান(মর্নিং পোষ্ট),ক্রীয়া সম্পাদক মতিয়ার রহমান (দৈনিক বিজয় সকাল),মহিলা বিষয় সম্পাদক মিসেস সালমা বেগম(দৈনিক বিপ্লবী বাংলাদেশ),আইন বিষয়ক সম্পাদক রুম্মান মল্লিক (দৈনিক সামজসেবা),আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল-আমিন হাওলাদার(দৈনিক অগ্রযাত্রা),সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জিয়া খান (দৈনিক জনতা),ধর্ম বিষয়ক সম্পাদক আবু ছালেহ দৈনিক এশিয়া বাণী) কার্যনির্বাহী সদস্যরা হলেন,আবু কালাম জমাদ্দার (মঠবাড়িয়া সময়),মাহমুদুন্নবী (দৈনিক বাংলা সময়),হাসান খন্দকার (দৈনিক অগ্নি শিখা), খলিল মোল্লা(দৈনিক বিজয় সকাল,তৌহিদুল ইসলাম মামুন (দৈনিক সমাজ সেবা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১২০