• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে জমিজমা সংক্রান্ত মামলায় গ্রেফতার ২

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ২১:১৭ অপরাহ্ণ
উজিরপুরে  জমিজমা সংক্রান্ত মামলায়  গ্রেফতার ২
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলা -২ আসামীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

উজিরপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর বুধবার দুপুর ১ টার উজিরপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ২ জনকে আটক করেন। আটক কৃতরা হলেন মশাং ইউনিয়নের মোঃ রিয়াজ খান(৩০) ও ইয়ার হোসেন(৩৬) আটক কৃতদের উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একটি নিয়মিত মামলার আসামী ছিলেন এ দুজন। সেনাবাহিনী গ্রেফতার করে আমাদের কাছে সোপর্দ করেছে। আসামীদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।