নিজস্ব প্রতিবেদক //
বিগত দিন যাবৎ জমি সংক্রান্ত জের ধরে সহিংসতা ও হামলার শিকার হয়ে আসছেন বরিশাল জেলার কাজিরহাট থানার পূর্ব রতনপুর গ্রামের জহিরুল ইসলাম মিয়ার ছেলে নাজমুল হাসান।
সূত্রে জানা যায় যে, নাজমুল হাসান জমি সংক্রান্ত ঝামেলার জের ধরে একই এলাকার মৃত জালাল হাওলাদারের ছেলে জাকির হাওলাদার ও জাকির হোসেনের স্ত্রী রীনা বেগম কে আসামী করে চলতি বছরের জানুয়ারী মাসে কাজীরহাট থানায় একটি মামলা দায়ের করেন, যাহার নং এম পি ১৩১/২০২৪।
কোর্টে মামলার কোন ধরনের সুরাহা না হওয়ার কারনে এবং এলাকার শৃঙ্খলা ভঙ্গের আশংকা থানায় স্থানীয় থানায় অবগত করে নোটিশ জারী করেন কোর্ট এবং স্থানীয় থানা থেকে চলতি বছরের জানুয়ারী মাসের ৩১ তারিখে শান্তি শৃঙ্খলা বজায় থাকার নোটিশ প্রদান করা হয়, যাতে উল্লেখ থাকে যে, জমি সংক্রান্ত মামলায় কোর্টের কোন নির্দেশ না আসা অবদি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু ২ নং আসামী রীনা খান তার স্বজনদের নিয়ে উক্ত জমিতে গাছ লাগাতে যান, বিষয় বাদী পক্ষ কাজিরহাট থানায় অবহিত করলে বাদীকে স্থানী গণ্যমান্য কাউকে সাথে নিয়ে গাছ লাগাতে নিষেধ করতে বলা হয়, তদুপরি নাজমুল হাসান আব্দুল আজীজ হাওলাদার কে নিয়ে বাধা দিতে গেলে রীনা বেগম অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে এবং মান সম্মানের ভয় দেখিয়ে জমির কাছে আসতে নিষেধ করে।
ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, বিগত দিন যাবৎ জমি নিয়ে ঝামেলা চলে আসছে, কোর্টের নির্দেশনা মোতাবেক আমরা আছি, কোর্ট যা সিদ্ধান্ত দেয়, তা মেনে নেবো, কিন্তু আসামীরা আজ গাছ লাগাতে আসে, আমি আজীজ ভাইকে নিয়ে বাধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, পরবর্তীতে এলাকার সবাইকে জানিয়ে আমি চলে আসি এবং কাজিরহাট থানায় বিষয় টি জানিয়ে রাখি আমি।
এ ব্যাপারে মামলায় আয়ু এসআই বেল্লাল হোসেন মাতুব্বর এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, কোর্টের নির্দেশনায় নোটিশ দেওয়া হয়েছে, পরবর্তীতে আজ আসামীরা গাছ লাগাতে গেলে বাদী আমাকে জানায়, এরপর আমি বাদীকে কোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে থাকি।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৮