নিজস্ব প্রতিবেদক, বরিশাল :::বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মিম ও ইরানের তথ্য সূত্রে পুলিশের সহযোগিতায় গালিব হোটেল থেকে সাত নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার(১০সেপ্টেম্বর)রাত আনুমানিক ১০ টার সময় নগরীর জেলা পরিষদ মার্কেটের বিপরীতে হোটেল গালিব থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সমন্বয়ক,মিম আক্তার বলেন, আমরা গত (৫ আগষ্ট) কোটা সংস্কার আন্দোলনে স্বৈরাচার সরকার হটিয়ে সাকসেস হয়েছি। এরপর থেকে বরিশালের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রাস্তা যানজট নিরসন, চাঁদাবাজ ও অবৈধ দখল দারিদের উচ্ছেদ, বিপুল পরিমাণ টাকা, অস্ত্র, মাদকদ্রব্য গাঁজা, ইয়াবাসহ উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ কাজীরহাট থানাধীন রওনপুর এলাকার মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন(৩৬),বাকেরগঞ্জ থানার চাটরা এলাকার আজাহার মৃধার ছেলে আলাউদ্দিন ওরফে আনোয়ার মৃধা(২০),ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকার জামাল বেপারীর ছেলে শাহিন (২৭),নারায়নগন্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার প্রেমের মোর এলাকার হোসেন আলীর মেয়ে আক্তার (২৫),ময়মনসিংহ জেলার পাগলা থানার বরকুল এলাকার কুদ্দুসের মেয়ে তানি (২৩),গাজীপুর জেলার কাইলাকৈর থানার শফিপুর এলাকার আমজাদের মেয়ে ছনি(২২),নারায়নগঞ্জ জেলার রুপগন্জ থানার কালনি এলাকার আঃ হামিদের মেয়ে রাশি(২৫)।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নগীর চকবাজার এলাকায় দীর্ঘদিন ধরে গালিব হোটেলে মেয়েদের আটকিয়ে জোরপূর্বক অনৈতিক কর্মকান্ডে লিপ্ত করার অভিযোগ শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এসময় স্থানীয় ও দুই সমন্বয়কের তথ্য সুত্রে অভিযান চালিয়ে সাত’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৯