• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ১৪:১৭ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পটুয়াখালীর গলাচিপায় নিহত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। শনিবার (১২ অক্টোবর) এ সহায়তা প্রদান করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহতরা হলেন, মো. রাসল (ছাত্র), জাহাঙ্গীর খান (সিএনজি ড্রাইভার), আতিক আহম্মদ (পেশাজীবী), সাগর গাজী (ছাত্র) ও মামুন হাওলাদার (শ্রমজীবী)।

হাসান মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আতিক আহম্মদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান ও কবর জিয়ারত করেন।

পরে তিনি গলাচিপা সরকারি ডিগ্রি কলজ চত্বরে বৃক্ষরোপণ করেন । এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত অন্য চার পরিবারের মাঝ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন হাসান মামুন।

এদিন সন্ধ্যায় চরকাজল, চরবিশ্বাস ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ নায়ক তারক রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে।

আমি ও আমাদের দল সব সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের পাশে থাকব। ছাত্র আন্দোলনে নিহতদের ত্যাগের কথা জাতি সবসময় স্মরণ রাখবে। পরে রাতে তিনি উপজলার ২৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।