• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ০০:৩৩ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

মেহেন্দীগঞ্জ প্রতিনিধি :: গত রোববার (৮অক্টোবর) ২০২৪ ইং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং অনলাইনে শ্রমিক দলের সভাপতির কাছে যুবদলের সভাপতির চাঁদাদাবী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মিজান মাঝি ।

শুক্রবার (১১অক্টোবর) সন্ধ্যায় এক বার্তায় এ প্রতিবাদ জানান।

প্রতিবাদে বলা হয়, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান মাঝির নামে প্রকাশিত সংবাদটি তাহার দৃষ্টি গোচর হয়েছে। তার পক্ষ থেকে প্রতিবেদনটিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বলা হয়, যুবদলের একজন আদর্শিক কর্মী হিসাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন তিনি । আরও বলা হয়, তথ্য-উপাত্ত্ববিহীন উড়োচিঠির মতো কল্পনাপ্রসূত ও বানোয়াট প্রতিবেদনটিতে যা প্রকাশিত হয়েছে তা আমার জন্য অবমাননাকর এবং মানহানিকর। আমাকে জড়িয়ে ফেসবুকে সংবাদ ও ভিডিও প্রচার করে বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন ও সংবাদ প্রচার করা হয়ছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও চক্রান্তমূলক।

ঘটনার দিন অভিযোগকারী গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক দলের ভূয়া সভাপতি গিয়াস উদ্দিন ঢালী উলানিয়া বাজারে অতিরিক্ত খাজনা আদায় কালে সাধারণ মানুষের সাথে তার জামেলা হয়। সেই ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করে সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এই ঘটনা সাজানো হয়েছে। আমার সাথে তার কোন ঘটনা ঘটেনি। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

নিবেদক
মিজানুর রহমান মাঝি
সভাপতি
জাতীয়তাবাদী যুবদল
গোবিন্দপুর ইউনিয়ন মেহেন্দিগঞ্জ