মেহেন্দিগঞ্জে মুক্তিযোদ্ধা পার্ক মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ অনুষ্ঠিত!
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :: মেহেন্দিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে মুক্তি যোদ্ধাপার্ক মিনিবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খেলার উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মশিউর রহমান। সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল হাওলাদার।
প্রতিযোগিতায় ২৪টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় কালিকাপুর একাদশ বনাম বয়েস বেঙ্গল একাদশ। খেলা শেষে গোল শুন্য ড্র হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ থানার এস আই (সেকেন্ড অফিসার) সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম সিকদার, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শাহীন হাওলাদার, যুব নেতা রিমন কাজী, হাসান মাহামুদ শুভ, শহীদ, বাছেদ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সাদ্দাম হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন জমদ্দার, ব্যবসায়ী রুহুল আমিন সিকদারসহ স্থানীয় গন্যামান্যসহ ক্রীড়াপ্রেমীরা। খেলায় রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন ইউনুস হাওলাদার এবং ধারাভাষ্যকার ইউনুস খান আজাদ।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৫