• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে সুশীল সমাজ ও মৎস্যজীবিদের সাথে নৌ- পুলিশ সুপারের মতবিনিময় সভা!

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ২০:২৬ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে সুশীল সমাজ ও মৎস্যজীবিদের সাথে নৌ- পুলিশ সুপারের মতবিনিময় সভা!
সংবাদটি শেয়ার করুন....

মেহেন্দিগঞ্জে সুশীল সমাজ ও মৎস্যজীবিদের সাথে নৌ- পুলিশ সুপারের মতবিনিময় সভা!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::ফয়সাল হাওলাদার,বরিশালের মেহেন্দিগঞ্জে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সুশীল সমাজ, মৎস্যজীবী ও স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির আয়োজনে সোমবার বিকাল ৩টায় উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলার উলানিয়া ইউনিয়নের সুশীল সমাজ এবং মৎস্যজীবী ছাড়াও সর্বস্তরের লোকজনের সাথে অনুষ্ঠিত হয় সভাটি। এতে মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ অনিমেষ হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর পুলিশ সুপার, এস এম নাজমুল হক বিপিএম (বার) পিপিএম।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ এস এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল, উলানিয়া কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা,

সহকারী পুলিশ সুপার এস এম আলম বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার (দায়িত্ব প্রাপ্ত) মেহেন্দিগঞ্জ মোঃ শাকিল হোসাইন, ম্যারিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান মুরাদ, উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, সমাজ সেবক আসাদুল হক মিল্টন চৌধুরী, আব্দুল হালিম চৌধুরী মিল্টন, মিজান মাঝি, মিরাজ খান, সাংবাদিকদের পক্ষে মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।বক্তারা বলেন আপনারা সচেতন হউন, জোড় করে আইন প্রয়োগ করতে চাইনা, ইলিশ আমাদের জাতীয় সম্পদ তা রক্ষা করা সকলের দায়িত্ব, তবে মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অঞ্চলে নদীর ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান থাকবে।