নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুথান আজ এক বছরের দারপ্রান্তে। জুলাই গণঅভ্যুথানে বরিশালবাসীর ব্যাপক অবদান ছিলো। ১৫ জুলাই আবু সাইদ মারা যায়। ১৬ জুলাই বরিশালের ছাত্র-জনতা ছাত্রলীগকে বিতাড়িত করেছিলো। আমরা গণঅভ্যুথানের পরে বলেছিলাম ফ্যাসিবাদের রাজনীতি বিলুপ্ত করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় বরিশালে পদযাত্রার পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন – চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত গড়তে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা সহিংসতা মুক্ত রাজনৈতিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু এখনও আমরা তা দেখতে পারছি না। গণঅভ্যুথানের ছাত্রদের শক্তি এখনো উজ্জবিত রয়েছে। আমরা এ দেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও সহিংসতা মুক্ত বাংলাদেশ তৈরি করেই ঘরে ফিরবো।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ বলেন, এক জুলাই ঘুরে আরেক জুলাই এসেছে। কিন্তু এখনো ছাত্র আন্দোলনের প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি। চাঁদাবাজ বললে একটি দলের মন খারাপ হচ্ছে। সব জায়গায় একটি দল প্রকাশ্যে সহিংসতা করে যাচ্ছে। আমরা চেয়েছিলাম বিচার, সংস্কার ও পুনর্গঠন। এর আগে কোন নির্বাচন হবে না। নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে অংশগ্রহনের পায়তারা চালাচ্ছে। যা কোন ভাবেই সফল হতে দেবে না ছাত্র জনতা।
সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে হাসানাত আবদুল্লাহ বলেন, যদি তারেক জিয়া বিএনপি নিজেদের সকল কিছুর উর্দ্ধে মনে করে তবে ভুল করবে। সবারই একটা কথা মনে রাখা দরকার জনগণের উর্দ্ধে কোন দল নয়।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন এনসিপির বরিশাল জেলার প্রধান সংগঠক আবু সাইদ মুসা, সিনিয়র সংগঠক আসাদ বিন রনি, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহামুদা আলম মিতু, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আবির।
উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা সারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপি নেত্রী নাহিদা সরোয়ার লিমা, সামিয়া ফারজানা, আতাউল্লাহ, ফয়সাল মাহামুদ প্রমুখ।
এর পূর্বে নগরীর কালিবাড়ি রোড এলাকা থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রার নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রাটি ফজলুল হক এভিনিউ পথসভাস্থলে এসে শেষ হয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৪৯