• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দূর্গা পূজা উদযাপনে কোনো ধরনের নাশকতা করলে ছাড় দেওয়া হবে না জেলা প্রশাসক

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ২৩:৫৭ অপরাহ্ণ
শারদীয় দূর্গা পূজা উদযাপনে কোনো ধরনের নাশকতা করলে ছাড় দেওয়া হবে না জেলা প্রশাসক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্র্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে কোনো ধরনের নাশকতা করলে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার বেলা ১০ টার সময় হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পূজা উদযাপন পরিষদ,সরকারি কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।প্রধান অতিথির বক্তবে তিনি আরো বলেন বরিশালের প্রতিটা উপজেলাকে নিয়ে কাজ করবো।

আপনারা আমাকে সহযোগিতা করলে এলাকার উন্নয়নে কাজ করে যাব।প্লাষ্টিক পরিবেশের ব্যাপক ক্ষতি করে,তাই পলিথিন ব্যবহার বন্ধে সবাই সচেতন হতে হবে।অন্যথায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে।আগামী ১৩ তারিখ থেকে মা ইলিশ রক্ষা অভিযান।

মা ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।তিনি আরো বলেন ফেইসবুকে কেউ ধর্মীয় আপত্তিকর পোষ্ট করলে করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও মেঘনায় অবৈধ বালু উত্তোলন সহ নানান বিষয়ে কথা বলেন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হিজলা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফসান,উপজেলা সহকারী ভুমি কমিশনার ইয়াসিন সাদেক,হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর,হিজলা উপজেলা জাতীয়তাবাদী দল বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার,পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার চ্যাটার্জি প্রমূর্খ।