• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ করলো পুলিশ কমিশনার শফিকুল ইসলাম

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১৫:১১ অপরাহ্ণ
বরিশালে শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ করলো পুলিশ কমিশনার শফিকুল ইসলাম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি,পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম দৈনিক আলোকিত সংবাদ ২৪ডটকম’কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার (১৪ শাবান, ১৪৪৬ হিজরি) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপন করা হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৬ পর্যন্ত মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচা-কেনা, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।

যদি কেউ আইন অমান্য করে আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচা-কেনা, পরিবহন ও ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী,র‍্যাব, পুলিশ, গোয়েন্দাসহ সাদা পোশাকে বিভিন্ন প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।