• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ইটভাটার ড্রাম চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন: তিন লাখ টাকা জরিমানা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ১৯:৫৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে ইটভাটার ড্রাম চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন: তিন লাখ টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির নলছিটিতে একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটাটির ড্রাম চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় ও কাচা ইট বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মগর ইউনিয়নের মেসার্স মুন ব্রিকস নামের ড্রাম চিমনির অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইট ভাটাটিতে অবৈধভাবে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার, ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৬ লঙ্ঘন করায় তিন লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইট ভাটার ড্রাম চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতর এবং নলছিটি থানা পুলিশের প্রতিনিধি দল।