নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিকেলে উপজেলার চন্দ্রখানা কদমতলা নামক স্থানে সীমান্ত এলাকা থেকে আসা দুই যুবকের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় শরীরে ফিটিং করা ৩ কেজি গাঁজা উদ্ধারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,পাবনা সদর উপজেলার সরশি সোনাতলা গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে পলাশ ও একই উপজেলার পশ্চিম সাধুপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ইকবাল হোসেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান,গাঁজাসহ আটক আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৭