• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দেশিয় মদপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ তিন

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ২১:৪০ অপরাহ্ণ
দেশিয় মদপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ তিন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ::: রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশিয় মদপানে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেবন করে আরও তিনজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পর্যন্ত মারা গেছেন চারজন। তাদের দুইজন হাসপাতালের বাইরে ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন।

মৃতের পরিবার ও মোহনপুর থানা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। তারা হলেন মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯) ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।

মৃতরা হলেন মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)।

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬) ও সাঈদ আলীর ছেলে মোনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নানের কাছে থেকে দেশিয় মদ কিনে মন্তাজের বাড়িতে বসে মদ পান করে সাত জন।

মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মদপানের ঘটনায় মারা গেছেন চারজন। একটি মাদক মামলায় দুই মাদক বিক্রেতাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিক্রেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।