• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিতে সময় চাইলেন তামিম

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ১৭:১২ অপরাহ্ণ
জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিতে সময় চাইলেন তামিম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: অনেক দিন থেকেই জাতীয় দলের বাইরে আছেন । দলে ফেরার গুঞ্জন থাকলেও তা আর হয়ে ওঠেনি। এরমধ্যেই সামনে চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানেও রয়েছে তার ফেরার গুঞ্জন। তবে সে সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনা করেই নিবেন দেশ সেরা এই ওপেনার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বর্তমানে সিলেটে রয়েছেন তামিম। বুধবার সেখানে তার সঙ্গে আলোচনা করতে যান জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই আলোচনাতে চূড়ান্ত কিছু জানাতে পারেননি তামিম। পরিবারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নিবেন বলে জানান লিপু।

১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে পাঠাতে হবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের খেলোয়াড় তালিকা। তবে এই তালিকায় চাইলেই পরিবর্তন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।