রাবেয়া ইসলাম (রিতু) পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় শীতার্থদের মাঝেবরিশাল নগরীর নাহার মঞ্জিল জর্ডন রোডে কম্বল বিতরণ করা হয়। পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফকিং এস এম নওরোজ হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাওআইসিটি উপমা ফারিসা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপকচন্দ্র শীল পরানের বরিশালের সহ-সভাপতি মোহাম্মদ সুমন , পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার পরিচালক মিসেস আসমা হীরা , এম এ জামান মনোজ, , জিয়াউদ্দিন আহমেদ মামুন , মাওলানা মাহমুদুল হক আনসারী , ফারজানা আক্তার সাওনি, মারিয়া আক্তারপ্রমূখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পরানের বরিশাল মানব কল্যাণ সংস্থা যাদের নিয়ে কাজ করে তাদের মধ্যে হিজড়াসম্প্রদায়, বেদের মেয়ে, ভবঘুরে , মেড সার্ভেন্ট , টোকাই , রিক্সা চালক, সবজি বিক্রেতা , ফুটপাতের চা বিক্রেতা, চটপটি বিক্রেতা সহ বিভিন্ন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অসহায় বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠী দেখে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উপমা ফারিসা ব্যক্তিগতভাবে পরানের বরিশালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম নওরোজ হীরার ভূয়সী প্রশংসা করেন । একই সাথে পরানের বরিশাল মানবিক কল্যাণে যে সমস্ত কাজ করে থাকে সেই সমস্ত কাজের কথা শুনে এডিসি উপমা ফারিসা খুব ই প্রশংসা করেন।একই সাথে তার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার তিনি তা করবেন বলে আশ্বাস প্রদান করেন ।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১১০