নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পাঠকনন্দিত বরিশালের স্থানীয় ‘দৈনিক শাহনামা’র প্রধান বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানীর আজ মঙ্গলবার (১ জানুয়ারি) জন্মদিন। ১৯৮০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি একজন কলামিস্ট, সমাজসেবক এবং জনপ্রিয় মুখ। এফএফএলবিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠাতা তিনি।
সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে। দীর্ঘ দুইযুগ পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন। নিজের প্রকাশিত জনপ্রিয় দুটি অনলাইন নিউজপোর্টাল রয়েছে, বরিশালখরব২৪ডটকম এবং এফএফএল নিউজ২৪ডটকম নামে। এছাড়া অসংখ্য অনলাইন নিউজপোর্টালের সাথে তিনি সম্পৃক্ত। দুবাই থেকে প্রচারিত ইত্তেহাদ নিউজের বরিশাল বিভাগেরদায়িত্ব পালন করছেন নোমানি।
নোমানি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ভার্চুয়াল জগতের বড় নেটওয়ার্ক “ফ্রেন্ডস ফর লাইফ’র প্রতিষ্ঠাতা ও এডমিন। গ্রুপটি দেশ ও বিদেশে সামাজিক ও মানবিক কর্মকান্ডে সুনাম অর্জন করেছেন।
ভার্চুয়ালকে তিনি বাস্তবে একটি সংগঠনে রুপ দিয়েছেন।
এছাড়া তিনি এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়েপড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাভলম্বী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি সচেতন নাগরিক আন্দোলন, ন্যাশনাল সাংবাদিক ক্লাব, বাংলাদেশ সাংবাদিক ইউনিটি, বনপাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দায়িত্বে রয়েছেন।
সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য গড়ে তুলেছেন গণমাধ্যমের একাধিক সংগঠন। তিনি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন, বর্তমানে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি প্রতিষ্ঠা করেন “বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন এবং বরিশাল অনলাইন প্রেসক্লাব” নামের দুটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া সাংবাদিক নোমানী অনলাইন ও মফস্বল সাংবাদিকতায় একাধিকবার শেরেবাংলা পদক লাভ করেছেন। লাভ করেছেন স্থানীয় ও জাতীয়পর্যায়ে অসংখ্য পুরস্কার।
তার বড় সাফল্য তিনি অনেক সাংবাদিক তৈরি করেছেন। দিয়েছেন শত শত সাংবাদিকদের প্রশিক্ষণ। তিনি একজন সাংবাদিকদের প্রশিক্ষকও। নোমানীর হাতে খড়ি নিয়ে বহু সাংবাদিক স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন।
সাংবাদিক নোমানী একজন প্রতিবাদী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। সাংবাদিকতা পেশায় তিনি আপস বা দালালী কিংবা লেজুড়বৃত্তি পছন্দ করেন না। পছন্দ না করার কারণে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন, কারাবরণও করেছেন। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। সর্বমহলে নোমানী এক পরিচিত সাংবাদিকের নাম। এই সিনিয়র সাংবাদিকের উত্তরোত্তর সাফল্যসহ দীর্ঘায়ু কামনা করেছেন বন্ধু-বান্ধব, রাজনৈতিক সাংবাদিক এবং শুভাকাঙ্খিরা।’
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭২