নিজস্ব প্রতিবেদক :::: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে বিএমপি ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম (২ নভেম্বর) সাংবাদিকদের সাথে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বরিশাল মেট্রোপলিটন ডিবি (গোয়েন্দা) পুলিশের ইন্সপেক্টর মো. ছগির হোসেন বলেন, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এর নির্দেশে,আত্মগোপনে থাকা ঘাতক ড্রাইভার জামিল হোসেনকে তার নেতৃত্বে নগর গোয়েন্দার একটি চৌকস টিম ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তার জামিল হোসেন (২৭) নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচালক। তিনি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলির ছেলে।
পুলিশ কমিশনার জানান, রাত ১১টায় বাসচালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।

গত বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টায় ববির সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। সে ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-কুয়াকাটা- বরগুনা-ভোলা আঞ্চলিক মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখা শিক্ষার্থীরা চলে গেছে। রাত ১০টার দিকে তারা চলে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৯৭