মেহেন্দিগঞ্জ, প্রতিনিধি:: মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের কৃতি সন্তান রেমিট্যান্স যোদ্ধা দক্ষিণ আফ্রিকায় জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন রাঢ়ী দীর্ঘ প্রবাস জীবন শেষে তার নিজের এলাকায় ফেরেন। তাকে বরণ করতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তার আত্মীয় স্বজন ছাড়াও বিএনপির দলীয় হাজারো নেতাকর্মী উলানিয়া লঞ্চঘাটে উপস্থিত হন।
প্রবাসী মামুনুর রশীদ মামুন এদিন লঞ্চযোগে ঢাকা থেকে তার জন্মভূমি মেহেন্দিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে এসে নামলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা স্বাগত জানান এবং বরণ করে নেন। তার আগমনে উৎফুল্ল নেতাকর্মী ও স্বজনরা তাকে নিয়ে উলানিয়া বাজার প্রদক্ষিণ করে অগ্রণী ব্যাংক এর সামনে পথ সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি এই মাটির সন্তান, এখানে পা রাখতে পেরে খুবই আনন্দ লাগছে। আমি উলানিয়া ইউনিয়নকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, মাদক ও সন্ত্রাসমুক্ত উলানিয়া ইউনিয়ন গড়তে কাজ করে যাবো। প্রবাসী মামুনুর রশীদ মামুন উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হাজী আব্দুল বাসেত এর একমাত্র ছেলে। তিনি আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত হয়ে এক যুগ আগে দক্ষিন আফ্রিকায় পাড়িজমান। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা, অসহায় ও আহত দলীয় কর্মীদের নানারকম আর্থিক সহযোগিতা অব্যাহত রাখেন।
তিনি মাদক ও অনলাইনের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষার জন্য গড়ে তোলেন মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। যার মাধ্যমে নিজ ইউনিয়নের ৫টি মাদ্রাসায় বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, অনেক অসহায় এবং গরীব পরিবারকে সাহায্য সহযোগিতা করেছেন। তিনি ঢাকা আশুলিয়া থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি একাধিক মামলা-হামলার শিকার হয়েছিলেন বলেও জানান।
এসম উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুস খোকন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আজাদ, সাবেক ছাত্র নেতা ইউনুস মাঝিসহ আরো অনেকে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৭৫